English

অক্টোবর ২৫, ২০২১ ০৩:৫৬ অপরাহ্নঅক্টোবর / ২৫ / ২০২১


সিলেটের সকাল রিপোর্ট:

আপডেটের : অক্টোবর / ২৫ / ২০২১

সিলেট বিভাগে ২৪ ঘন্টায় মাত্র ৩ জনের করোনা শনাক্ত


সিলেট বিভাগে করোনা শনাক্ত ক্রমশ কমছে। গত ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু না হলেও এ সময়ে মাত্র ৩  জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে ৮২২জনের নমুনা পরীক্ষায় এ ৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ০.৩৬। 


সিলেট স্বাস্থ্য বিভাগের বুধবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়,   নতুন শনাক্ত মিলিয়ে এ বিভাগে ৫৪ হাজার ৭৩১  জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ১৫ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৮৫৫৬ জন। এ বিভাগে নতুন ভর্তি ৫ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ২৪  জন। ওসমানী হাসপাতালে ভর্তি ৬০ জনের মধ্যে সন্দেহভাজন ৫৬ জন, পজিটিভ ৪ জন । 

স্বাস্থ্য