English

অক্টোবর ২৫, ২০২১ ০৪:১৫ অপরাহ্নঅক্টোবর / ২৫ / ২০২১


সিলেটের সকাল রিপোর্ট

আপডেটের : অক্টোবর / ২৫ / ২০২১

জয়কলস ইউপির প্রথম চেয়ারম্যান আব্দুন নূরের মৃত্যুবার্ষিকী আজ


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার (সাবেক দক্ষিণ সুনামগঞ্জ) জয়কলস ইউনিয়ন পরিষদের  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,  বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ, জেইউআর হাইস্কুলে সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আন্দুন নূর এর তেত্রিশতম মৃত্যু বার্ষিকী আজ শনিবার (২৫ সেপ্টেম্বর)।

এ উপলক্ষে বাদ ফজর সিলেটে জালালাবাদ আবাসিক এলাকা জামে মসজিদে দোয়া মাহফিল ও গ্রামের বাড়ির উজানী গাঁও জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  এতে অংশ গ্রহনের জন্য পরিবারের পক্ষ থেকে মরহুমের কনিষ্ঠ পুত্র সাংবাদিক খালেদ আহমদ অনুরোধ জানিয়েছেন।

মিডিয়া