English

অক্টোবর ২৫, ২০২১ ০৪:২৬ অপরাহ্নঅক্টোবর / ২৫ / ২০২১


সিলেটের সকাল ডেস্ক

আপডেটের : অক্টোবর / ২৫ / ২০২১

এসএমপি ও পুনাকের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

"মুজিববর্ষে অঙ্গিকার করি সোনার বাংলা সবুজ করি" প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে এসএমপি পুলিশ লাইন্স কম্পাউন্ডে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এসএমপি’র সভাপতি ফারজানা শামীম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফয়সাল মাহমুদ ও মিসেস ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ ও মিসেস তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম ও মিসেস সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার ও মিসেস সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও তাদের সহধর্মিনীগণ, সহকারী পুলিশ কমিশনারগন ও অন্যান্য অফিসারবৃন্দ।

পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় এসএমপি'র পুলিশ লাইন্স এর নবনির্মিত ব্যারাক ভবনের বিনোদন কক্ষের উদ্বোধন করেন।

প্রেসবিজ্ঞপ্তি