মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পর্যন্ত স্যোশাল মিডিয়ায় তাঁদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন স্বজনরা।
সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্রিটেনে এ পর্যন্ত ৩৬ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।
মৃত নতুন দুইজনের মধ্যে একজন হলেন পূর্ব লন্ডনের জামিল আহমদ আজাদ। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা সহ নানান রোগে আক্রান্ত ছিলেন। তাঁর দেশের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানীগ্রামে।
অপর জন হলেন লিভারপুলের হাজী খলিলুর রহমান। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা সহ নানান রোগে আক্রান্ত ছিলেন। তাঁর দেশের বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলার খুছকিপুর গ্রামে।