সিলেটের সকাল ডেস্ক ।। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর উদ্যোগে সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শিশুদের অংশগ্রহণে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় বিষয়ক বিভাগীয় কর্মশালা’ আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এই কর্মশালাটি আগামী ২১, ২২ ও ২৩ মার্চ ২০২০ সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। কর্মশালায় ৮-১৮ বছর বয়সী ২০ জন শিক্ষার্থীকে বাছাইয়ের মাধ্যমে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের ১৫ মার্চ রোববার বিকেল ৪টায় পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে সরাসরি উপস্থিত হয়ে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। বাছাই পরীক্ষার ফলাফল ১৬ মার্চ সকাল ১১টায় একাডেমির নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।
বাছাইকৃত ২০ জন শিশু-কিশোরকে নিয়ে কর্মশালাটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ সরকারি বিধি মোতাবেক সম্মানী প্রাপ্য হবেন।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদির জন্য প্রয়োজনে ০১৭১৯৬৪৬২০৮ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে।