সিলেটের সকাল রিপোর্ট ।। মহামারী করোনাভাইরাস ঠেকাতে সিলেট নগরীর রাস্তায় জীবানুনাশক ঔষধ স্প্রে অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। রোববার দিনব্যাপী নগরের বিভিন্ন এলাকায় সিসিকের কর্মীরা এ জীবানুনাশক ঔষধ স্প্রে করা হয়।
রাস্তা ছাড়াও আশপাশের অপরিষ্কার দেয়ালগুলোতেও ঔষধ স্প্রে করা হয়। একই সাথে দক্ষিণ সুরমায় ২৫নং ওয়ার্ডে ময়লা-আবর্জনা পরিচ্ছনও্র করেন সিসিকের কর্মীরা।
সংশ্লিষ্টরা জানান, মহানগরের রাস্তাঘাট এবং জনসমাগম এলাকাকে করোনা ভাইরাসমুক্ত রাখতে পাড়া মহলায় জীবানুনাশক ঔষুধ স্প্রে করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।