জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি ॥ নভেল করোনাভাইরাস উপসর্গ না থাকায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ২১ জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এখনও উপজেলায় ৩৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন, তাদের বেশিরভাগই বিদেশফেরত।
শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘ যারা কোয়ারেন্টিনের নির্দিষ্ট ১৪ দিনের মেয়াদ শেষ করেছেন তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। ফলে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখনো যারা কোয়ারেন্টিনের মধ্যে আসেনি তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ চলছে।’