ডেস্ক রিপোর্ট ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়ায় র্যাবের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ইয়াবাসহ এবং কুলাউড়া থানার গোবিন্দপুর গ্রামের ৭ নং বস্তির বাজারে মামনি মেডিক্যাল হল থেকে গাঁজাসহ তাদের দুজনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে- শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের মো. নুর ইসলামের ছেলে জামাল মিয়া (৩০) ও কুলাউড়ার গোবিন্দপুর গ্রামের মহরম আলীর ছেলে সোহেল মিয়া।
তাদের মধ্যে সোহেলকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর মৌলভীবাজার এবং জামালকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।