ডেস্ক রিপোর্ট: আগামী ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে আসবে করোনাভাইরাসের টিকার প্রথম চালান। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এ ভ্যাকসিনটি পেতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ব্যবহার করে সুরক্ষা নামক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর এ ভ্যাকসিন নিবন্ধন অ্যাপটি বিনামূলে পেতে যাচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরটির পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেছেন, অ্যাপটি তৈরির জন্য আইসিটি ডিভিশন বা অন্যকোনও সংস্থাকে অর্থপ্রদান করা হয়নি। তবে অ্যাপটি রক্ষণাবেক্ষণের জন্য অর্থব্যয় হবে। তবে এরজন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ কমে আসতে পারে যদি অ্যাপ নির্মাণকারী সংস্থাগুলো এসএমএস ও এনআইডি সত্যায়িত করার জন্য ব্যয় কমিয়ে নেয়।
অ্যাপটি ডেভেলপ করছে কারা, এ প্রশ্নের জবাবে তিনি জানান, আইসিটি ডিভিশন তাদের মতো ডেভেলপের কাজ করছে। তবে এরবেশি কোনও তথ্য তিনি জানেন না বলেও জানান।