সিলেটের সকাল রিপোর্টঃ সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ আরও ১৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
রোববার (১২ জুলাই) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হন।
হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, আজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
তিনি আরও জানান, নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ১১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন রয়েছেন।
এছাড়া নতুন শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন।