সিলেটের সকাল ডেস্ক ।। করোনাভাইরাস থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জবাসীকে নিরাপদ রাখতে বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছেন সাংবাদিক শাহ্ মুজিবুর রহমান জকন। এ কার্যক্রমে তিনি নিজেই বিভিন্ন স্থানে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে তিনি উপজেলার রাজনপরির, ছত্তিশ, রেলস্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় ড্রেন ও বাড়ীর আশপাশে নিজে স্প্রে করে যাচ্ছেন।
করোনা থেকে সবাইকে সচেতন থাকা এবং এই মরণব্যাধি হতে সাবধান থাকার জন্যও তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। নিজের ব্যক্তিগত খরচে সাংবাদিক শাহ জকন এই স্প্রে করে যাচ্ছেন। জকন বলেছেন, ক্রমান্বয়ে গোটা ফেঞ্চুগঞ্জে তিনি এই কর্মসূচি চালিয়ে যাবেন।
এ সময় জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে ঘোরাফেরা না করার অনুরোধ জানান সাংবাদিক জকন।