ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি॥ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি,মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফিয়ানুল করিম চৌধুরীকে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে। বুধবার(৫/১২) গভীর রাতে উপজেলার করিমপুরস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডিবি পুলিশ পরিচয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপির সভাপতিকে গাড়িকে করে নিয়ে যায় বলে বিএনপি নেতার স্বজনরা অভিযোগ করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন,আটককৃত বিএনপি নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পূর্বের একটি মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছুফিয়ান গ্রেফতার
শেয়ার করুন