সিলেটের সকাল রিপোর্ট:: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানা এলাকা থেকে ১৯,৬০০ পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ সিগারেটসহ ২ চোরাকারবারীকে আটক করে র্যাব-৯। বৃহস্পতিবার রাত সাড়ে ৫টার দিকে সিলেট তামাবিল রোডস্থ সুরমা গেইট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কানাইঘাটের বাহুরবাগ গ্রামের কুদরত উল্লাহ (২৪) ও মাসুম (২৩)।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা ভারতীয় আমদানী নিষিদ্ধ সিগারেট বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।