সিলেটের সকাল ডেস্ক :: নগরীর কুশিঘাট এলাকা থেকে রঞ্জিত রবি দাস নামের পলাতক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নগর পুলিশের শাহপরাণ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রবিদাস নগর পুলিশের শাহপরাণ থানার শিবগঞ্জ এলাকার গেদুরাম রবি দাসের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুই বছরের সাজা মাথায় নিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল।
সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।