সিলেটের সকাল রিপোর্ট :: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ বুধবার সকাল সাড়ে ১২টায় শুরু হয়েছে। দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন সেন্টারে এ সভা চলছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এছাড়া সভায় উপস্থিত আছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।
দলীয় সূত্র মতে, বর্ধিত সভা থেকে আসন্ন সিটি নির্বাচন ও আগামী সংসদ নির্বাচন নিয়ে বিশেষ দিকনির্দেশনা দেবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।