
প্রধান আসামী সেলিম উদ্দিন ওরফে লন্ডনী সেলিম/ ছবি: সংগৃহিত
সিলেটের সকাল রিপোর্ট :: নগরীর পাঠানটুলায় এলাকায় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার কামরুল ইসলামে উপর হামলার ঘটনায় মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বুধবার সাংবাদিক কামরুল বাদী হয়ে পাঠানটুলা এলাকার পাখি মিয়ার ছেলে সেলিম উদ্দিন ওরফে লন্ডনী সেলিমকে (৩০) প্রধান আসামী করে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৩-৪জনকে আসামী করা হয়েছে।
গত সোমবার রাত সোয়া ১২টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে পুলিশের তালিকাভুক্ত ‘ছিনতাইকারীদের’ হামলায় গুরুতর আহত হন কামরুল। সেখান থেকে উদ্ধার করে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
বর্তমানে কামরুল ইসলাম ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর প্রকাশের জেরে তার ওপর হামলা করে সন্ত্রাসীরা।