শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের উদ্যোগে ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস’ পালিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় এ উপলক্ষ্যে ক্যাম্পাসে র্যালি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএমবি বিভাগের প্রধান ড. শামিম আহমেদ, সেন্টার অব এক্সিলেন্স এর পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. শেখ মির্জা নূরুননবী, শাহপরান হলের প্রভোস্ট মোহাম্মদ শাহিদুল হোসাইন, সহকারী অধ্যাপক ড. নুরশাদ আলী, প্রভাষক নয়ন চন্দ্র মোহন্ত প্রমুখ।
র্যালি পরবর্তী সমাবেশে বক্তরা বলেন, গর্ভবতী মায়ের বয়স বৃদ্ধি ও কম ফলিক এসিড সরবরাহ বা এর বাধাগ্রস্ত পরিপাক ক্রিয়ার পাশাপাশি মায়ের অতিরিক্ত ওজন, ধুমপান, অ্যালকোহল সেবন, জীবনযাত্রার ধরণ এবং পরিবেশের প্রভাবকে ডাউন শিশু জন্মের দায়ী নিয়ামক হিসেবে গণ্য করা হয় ।
বক্তারা আরো বলেন, ডাউন সিন্ড্রোমে আক্রান্ত রোগী পরিবারের বা সমাজের বোঝা নয় বরং এটা প্রতিরোধযোগ্য। গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আমরা ডাউন শিশুর জন্ম রোধ করতে পারি।