সিলেটের সকাল রিপোর্ট :: সুনামগঞ্জের তাহিরপুরে ২৬৫ বোতল অফিসার্স চয়েস হুইস্কিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর মুকসেদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান এ তথ্য জানান।
আটককৃতরা হলো- তাহিরপুর উপজেলার উত্তর মুকসেদপুর গ্রামের মৃত মাতার আলীর ছেলে চাঁন মিয়া (৪০) ও একই গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২০)।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।