সিলেটের সকাল : রাজধানীসহ সারাদেশে সন্ধ্যা ৬টা থেকে বিজিবি(বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যেকোনও সময় কার্যকর হতে পারে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়। বুধবার সকালে আপিলের মৃত্যুদণ্ডাদেশের রায়ের রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পর ফাঁসি কার্যকর করায় আর কোনও আইনি প্রক্রিয়া বাকি নেই।